রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে সাড়ে ৭০কেজি গাঁজাসহ সাজিবুর রহমান(৬১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ।
গত ৩ডিসেম্বর বুধবার রাতে র‌্যাব-১১ এর সদস্যরা বড়ালু পাড়াগাঁও থেকে তাকে আটক করে। তিনি বড়ালু পাড়াগাঁও গ্রামের রহমতউল্লাহ আড়তদারের ছেলে।
র‌্যাব-১১ জানায়, সাজিবুর রহমান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক কারবারি সাজিবুর রহমানকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::