দেশের পথে তারেক রহমান

দেশের পথে তারেক রহমান

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করেছেন। একটি সূত্রে এমন তথ্য জানা গেলেও অফিসিয়ালি বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কেউ কিছু বলতে রাজি না।

এদিকে কানাডা প্রবাসী একজন বাংলাদেশি সাংবাদিক তার ফেসবুক ওয়ালে লিখেছেন ‘দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান ও জায়মা রহমান’। তার এই বক্তব্যের সূত্র ধরে সামাচারের পক্ষ থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলে কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

তারেক রহমান কবে দেশে ফিরবেন? এমন প্রশ্ন গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পরই শুরু হয়। পরে জানা যায়, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। চিকিৎসা শেষে যখন দেশে ফিরবেন তখন তারেক রহমান তার সঙ্গে ফিরবেন। কিন্তু ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। তার সঙ্গে তারেক রহমান আসেননি। তার স্ত্রী জোবাইদা রহমান শাশুড়ির সঙ্গে দেশে আসেন। তখন দলীয় নেতারা বলেন, জোবাইদা রহমান লন্ডন ফিরে গিয়ে কয়েকদিনের মধ্যে আবার তারেক রহমানসহ দেশে ফিরবেন। সেটাও গত জুন মাসের বক্তব্য। এর পর বিভিন্ন সূত্রে জানা যায়, সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন তারেক রহমান। সেই মাসও পেরিয়ে গেছে। তবে মায়ের অসুস্থতার সময় তারেক রহমানের দেশে ফেরা অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন দেশের সাধারণ জনগণ।

‘দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান ও জায়মা রহমান’ আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, না এমন কোনো তথ্য নেই।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনিও বলেন, আমি এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি।

সমাচার/এমএএন

..

Leave a reply

Minimum length: 20 characters ::