মাদারীপুরে পানিসম্পদ প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মাদারীপুরে পানিসম্পদ প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
 মাদারীপুর জেলা প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই শ্লোগানে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মাদারীপুরে পানিসম্পদ প্রদর্শনী, বর্ণাঢ্য রেলি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আছির উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাঈমুল হাছান, মাদারীপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ এফএমএ মালেক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ তরুন কুমার রায়, মাদারীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী অনিক, দৈনিক সমাচারের মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্ব, মাদারীপুর সদর উপজেলা  লাইভস্টক এক্সটেশন অফিসার ডাঃ আব্দুর রাজ্জাকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমসহ অতিথিবৃন্দরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।
..

Leave a reply

Minimum length: 20 characters ::