দুই শিশু সন্তনকে হত্যার পর মায়ের আত্মহত্যা

দুই শিশু সন্তনকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আল ইমরান,বগুড়া: বগুড়া শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ওই বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে স্বজনরা মা ও দুই শিশুকে ডাকাডাকি করার পরও কোনো সাড়া পাননি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় গৃহবধূ ঝুলন্ত অবস্থায় আর বিছানায় পড়ে আছে দুই সন্তানের গলাকাটা মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খোঁজ নিয়ে জানা যায় পারিবারিক কোলাহোর জেরে এমন ঘটনা ঘটাইছে। নিহত গৃহবধুর স্বামী বাংলাদেশে সেনেবাহিনীতে নৈক পদে চাকুরী করে।

ওসি জানান, “গৃহবধূ কি দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন, নাকি এটি পরিকল্পিত সাম্প্রতিক কোনো হত্যাকাণ্ড—তা তদন্তেই নিশ্চিত হওয়া যাবে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::