মহেশখালীতে অজ্ঞাত নারীর মৃত্যু

মহেশখালীতে অজ্ঞাত নারীর মৃত্যু

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের মাঠ থেকে প্রায় ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এলাকাবাসী তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে কীভাবে বা কখন তাঁর মৃত্যু হয়েছে—তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে ওই নারী মাতারবাড়ীতে এসে আশ্রয় নেন। নাম-পরিচয় জানতে চাইলে কোনো তথ্যই দিতে পারতেন না। দীর্ঘদিন ধরে তিনি মাতারবাড়ির বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। সম্প্রতি তিনি পুরান বাজার এলাকায় অবস্থান নিয়েছিলেন, যেখানে স্থানীয়রা নিয়মিত তাঁকে খাবার দিয়ে সহায়তা করতেন।

রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন তাঁকে রাস্তার পাশ থেকে তুলে ইউনিয়ন ভূমি অফিসের পুরাতন ভবনে থাকার ব্যবস্থা করে দেন। সোমবার দুপুরে সেখান থেকেই তাঁর মরদেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন মিয়া বলেন, “অজ্ঞাত নারীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতায় দাফন-কাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।”

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::