সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দল ও পদ-পদবি থেকে পদত্যাগ করেছে আরো তিন আওয়ামী লীগ নেতা।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. আনোয়ার মিয়া। এ সময় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস শেখ ও মো. হাবিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলার গোহালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. আনোয়ার মিয়া লিখিত বক্ত্যেবে বলেন, ‘আমি গোহালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে আছি। কিন্তু আমার ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর ভবিষ্যতেও থাকবে না।’

তিনি আরো বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে আমি সর্বদা নিয়োজিত থাকব। রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।’

একই সংবাদ সম্মেলনে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আরো দুই সহসভাপতি ইদ্রিস সেখ ও মো. হাবিবুর রহমান ফকির একই লিখিত বক্তব্য পাঠ করেন।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::