নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’-এর ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ব্যানার ও ময়লার মধ্যে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা স্লোগান দিতে থাকে—“আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও”,“গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি”, “যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও।”ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এখনো পর্যন্ত তারা গুলিস্তানে কোনো অগ্নিকাণ্ডের খবর পাননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বড় ধরনের আগুন নয়—বিক্ষুব্ধরা প্রতীকীভাবে আগুন জ্বালিয়ে থাকতে পারে।
এদিকে, ডিএমপি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে, বলেছে—লকডাউন কর্মসূচি ঘিরে শহরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অন্যদিকে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৭ নভেম্বর (সোমবার) ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এ তারিখ ঠিক করেন।
রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার-ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে।
..