শিবচরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারকে সম্মাননা প্রদান

শিবচরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারকে সম্মাননা প্রদান

 

প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনন্য অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও প্রীতি উপহার প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ডিআইজি শহীদ পরিবারের খোঁজখবর নেন ও তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শহীদ পরিবারের সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তাদেরকে যেকোনো ধরণের আইনী সহায়তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সভা শেষে জলজ পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে শিবচর থানা চত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

Leave a reply

Minimum length: 20 characters ::