মাদারীপুরে দূর্গাপূজা উপলক্ষে সজাগ থাকতে সবাইকে পুলিশের আহ্বান

মাদারীপুরে দূর্গাপূজা উপলক্ষে সজাগ থাকতে সবাইকে পুলিশের আহ্বান

 

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে আসন্ন দূর্গাপুজাকে সামনে রেখে নাশকতা রোধে সবাইকে সতর্ক থাকতে পুলিশের আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। বুধবার সকালে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, এলজিইডির শিবচর উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাপ, আনসার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের সচিবরা। সভা শেষে প্রধান অতিথি রেজাউল করিম মল্লিক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপনে অংশ নেন।

Leave a reply

Minimum length: 20 characters ::