বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘ওয়ার্কশপ অন রিসার্চ ম্যাথডোলজিস ফর ফ্যাকাল্টি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়াও শিক্ষকবৃন্দকে নিজেদের গবেষণা কার্যক্রমকে যুগোপযোগী ও মানসম্পন্ন করার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। উপাচার্য বলেন, একজন শিক্ষক কেবল পাঠদান করেই দায়িত্ব শেষ করতে পারেন না; বরং জ্ঞান চর্চা, নতুন আবিষ্কার ও উদ্ভাবনী শক্তি বিকাশের মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হয়। তিনি বলেন, গবেষণার মান উন্নত হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থানও বিশ্ব পরিমণ্ডলে শক্তিশালী হবে। বেরোবি উপাচার্য আশা প্রকাশ করে আরও বলেন, এ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা গবেষণা প্রক্রিয়া ও পদ্ধতিগত দিকগুলোতে নতুন জ্ঞান অর্জন করবেন এবং তা শিক্ষার্থীদের মাঝে প্রতিফলিত হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় গবেষণা প্রস্তাবনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি গবেষণার বিভিন্ন পদ্ধতি, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণালব্ধ ফলাফলকে নীতি প্রণয়নে কাজে লাগানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::