বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬

বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা ও একটি নোহা মাইক্রোবাসসহ ছয় মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর এলাকায় বাঞ্ছারামপুর-ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— মুন্সিগঞ্জের রিয়াদ হোসেন (৩০), ঢাকার মো. সালমান (২৭), মো. ইমন (২৭), মো. আরিফ (২৭), মো. মনজু (৩২) ও বরিশালের মো. সুমন (২৮)।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর।

Leave a reply

Minimum length: 20 characters ::