গ্রাম্য আদালতের সর্বোচ্চ মামলা গ্রহণকারীদের সম্মাননা স্বারক প্রদান করেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার

গ্রাম্য আদালতের সর্বোচ্চ মামলা গ্রহণকারীদের সম্মাননা স্বারক প্রদান করেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর জেলায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয । স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মুহাম্মদ হাবিবুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা । সভায় ইউএনডিপির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অ্যানালিস্ট মেবেল সিলভীয়া রড্রিকস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, ডিআরটি সদস্য, ৫৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানসহ মোট ৮০ জন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার গ্রাম্য আদালতের সর্বোচ্চ মামলা গ্রহণকারীদের সম্মাননা স্বারক প্রদান করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::