মাদক, কিশোর গ্যাং এবং অবৈধ ড্রেজার ও বালু ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন শিবচরের নবাগত ইউএনও

মাদক, কিশোর গ্যাং এবং অবৈধ ড্রেজার ও বালু ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন শিবচরের নবাগত ইউএনও
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইব্‌নে মিজান যোগ দিয়েই মাদক, কিশোর গ্যাং এবং অবৈধ ড্রেজার ও বালু ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (২৭ আগষ্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত পরিচিতি সভা ও মতবিনিময়কালে তিনি এমন হুঁশিয়ারি দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা,
সিনিয়র সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা শিবচরের বিভিন্ন সমস্যা ও অনিয়ম তুলে ধরেন। ইউএনও ইব্‌নে মিজান এসব অনিয়ম নিয়ন্ত্রণে এবং উপজেলাকে একটি সুশৃঙ্খল ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নবাগত ইউএনও ইব্‌নে মিজান বলেন, মাদক, কিশোর গ্যাং এবং অবৈধ বালু ব্যবসা সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে কোনো ছাড় দেয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Leave a reply

Minimum length: 20 characters ::