ইউএনও পারভীন খানম এর বদলির খবরে অশ্রুসিক্ত শিবচরবাসী

ইউএনও পারভীন খানম এর বদলির খবরে অশ্রুসিক্ত শিবচরবাসী
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভীন খানম ৩১ অক্টোবর ২০২৪ সালে সরকারি দায়িত্ব পালন করতে এসে সব শ্রেণি-পেশার মানুষের মন জয় করে গেলেন। তার বদলির খবর শুনে অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি। মঙ্গলবার (১৯ আগষ্ট) সহকারী কমিশনার (ভূমি) শায়েখা সুলতানা এর নেতৃত্বে পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দরা ইউএনও পারভীন খানমকে বিদায় সংবর্ধনা দেন। এর পর বিভিন্ন দপ্তর থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে তিনিও ছিলেন অশ্রুসিক্ত।
শিবচর সহকারী কমিশনার (ভূমি) শায়েখা সুলতানা বলেন, ইউএনও পারভীন খানম স্যার যোগদান করেই তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে শিবচর উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। যখনি কোথাও কোনো সংকট দেখেছেন তিনি ছুটে গেছেন। পাশে দাঁড়িয়েছেন সবার বিপদ-আপদে। প্রশাসনের কর্তা-ব্যক্তি ছাড়াও শিবচর উপজেলার সাধারণ মানুষদের আস্থার জায়গা ছিল ইউএনও পারভীন খানম স্যার।
শিবচর উপজেলার এক ভ্যানচালক বলেন, আমার চোখে পারভীন খানম স্যার একজন সফল ইউএনও ।
স্থানীয় এক সংবাদকর্মী বলেন, এমন মানবিক গুণসম্পন্ন ইউএনওর কথা ভোলা যায় না। তার সততা, কর্মনিষ্ঠায় আমি মুগ্ধ। তার মতো ইউএনও যদি প্রতিটি উপজেলায় থাকতো তাহলে মানুষ অতি সহজে সেবা পেত।
বিদায়ী শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভীন খানম বলেন, শিবচর উপজেলায় যে কাজ করেছি তা সবই সম্ভব হয়েছে এলাকার মানুষ ও সহকর্মীদের সহায়তায়।
তিনি জানান, বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার স্যারের দিক নির্দেশনা তাকে উদ্দীপ্ত করেছে। তিনি বর্তমান জেলা প্রশাসক স্যারের প্রতি কৃতজ্ঞতা জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::