নিজস্ব প্রতিবেদকঃ গতকাল রাত ১ঃ৩০ টার দিকে মোটরসাইকেল যোগে জরুরি প্রয়োজনে দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল দৈনিক সমাচারে কর্মরত সাংবাদিক গোলাম সাব্বির। বের হয়ে বাড়ির রাস্তায় অজ্ঞাত কিছু ব্যক্তিকে দেখে পরিচয় জিজ্ঞেস করাতে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা । পরিস্থিতি বেগতিক দেখে তাদের এড়িয়ে নবীনগর জয় রেস্তোরাঁর সামনে একটি দোকানে আসে।
দোকানে আসার মিনিট পাঁচেকের মধ্যেই ৫-৭ জন লোক অতির্কিত এসে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে কুরগাও এলাকার ভাড়াটিয়া শহীদের ছেলে শরীফ কোমরে থাকা সুইচ গিয়ার (ছুরি) নিয়ে তেড়ে আসে তার দিকে। এমতাবস্থায় আশপাশের মানুষ এসে কোনরকমে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় তাকে। এসময় তার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা লুট করে দূবৃত্তরা।
খোঁজ নিয়ে জানা যায়, হামলাকারীদের মধ্যে একজন কুরগাও এলাকার ভাড়াটিয়া নামকরা একজন ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাস শরীফ শহীদের ছেলে। এছাড়া মহাসড়ক দখল করে অবৈধ বাসস্ট্যান্ডের নিরাপত্তা প্রহরী চাঁদাবাজ চক্রের সদস্য রুবেলের ভাই জাবেদ তার শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করে। জাবেদও একজন মাদক ব্যবসায়ী ও পেশাদার ছিনতাইকারী। জাবেদের এসব অপকর্মে সহায়তা করে খোদ তার ভাই সিকিউরিটি গার্ড রুবেল।
শরীফ ও জাবেদ দুজনেই ভয়ানক অপরাধী। এদের নামে আশুলিয়া থানায় রয়েছে একাধিক মামলা। এছাড়াও সাথে অজ্ঞাত কয়েকজন মিলে একযোগে পিটিয়ে গুরুতর আহত করে দৈনিক সমাচারে কর্মরত এ-ই সাংবাদিককে।
হামলার খবরে ঘটনাস্থলে পুলিশ আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। এসময় গুরুতর আহত অবস্থায় গোলাম সাব্বিরকে পুলিশ ও এলাকার পরিচিত এক ব্যক্তির সহযোগিতায় নিকটস্থ ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।
ধারনা করা হয়, সাংবাদিক গোলাম সাব্বির “সার্ভিস লেন ও ফুটপাত দখল – চাঁদাবাজি আর যানজটে নাকাল ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক” এই শিরোনামে একটি সংবাদ তৈরিতে তথ্য সংগ্রহ করছিলেন কিছুদিন যাবত। তারই জের ধরে তাকে লক্ষ্য করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী করা হয় এ-ই হামলা।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।