মাদারীপুরে বিআরটিএ’র বিশেষ অভিযান পরিচালিত

মাদারীপুরে বিআরটিএ’র বিশেষ অভিযান পরিচালিত
মাদারীপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মাদারীপুর সার্কেল এর  বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ভাঙ্গা-বরিশাল হাইওয়ে সড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর তেল পাম্পের সামনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল এর নেতৃত্বে
এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময়ে মোটরযান পরিদর্শক আমির হোসেন, মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট আব্দুল আলিমসহ আমপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন । এ সময় বিভিন্ন গণপরিবহনের বেশ কিছু গাড়িতে কাগজপত্র পরীক্ষা করা হয়। কাগজ পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং ফিটনেস ঠিক না থাকায় বেশ কিছু পরিবহনকে আর্থিক জরিমানা আরোপ করা হয় । এছাড়া চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও সাধারণ পথচারীরা উপস্থিত ছিলেন । বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিআরটিএর এধরনের অভিযানকে সাধুবাদ জানায় ।
মাদারীপুর সার্কেলের মোটরযান পরিদর্শক আমির হোসেন জানান, বাস- মিনিবাস লাইফ টাইম ২০ বছর ও ট্রাক- কভারভ্যান ২৫ বছর নিধারণ করা হয়েছে। এইসব গাড়ি অপসারণের জন্য বিআরটিএ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::