শিবচরের পদ্মায় ৫ টি ড্রেজার জব্দ

শিবচরের পদ্মায় ৫ টি ড্রেজার জব্দ
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধিঃমাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে ৫ টি ড্রেজার জব্দ করেছে প্রশাসন। এ সময় মো.ইলিয়াস মিয়া নামে এক ড্রেজার চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৯৩ হাজার ৭শত ৫০ টাকা জরিমানা করা হয়। সোমবার(২১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবচরের পদ্মানদীর বাংলাবাজার-কাঁঠালবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, শিবচর থানা পুলিশ, নৌপুলিশ,কোস্টগার্ড ও সেনাবাহিনীও অংশ নেয়।
জানা গেছে, পদ্মানদীর বিভিন্ন অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তলোন করে আসছে একটি অসাধু চক্র। সোমবার বালু উত্তলোনের খবর পেয়ে পদ্মা নদীর কাঁঠালবাড়ী সংলগ্ন নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা প্রশাসন। এসময় নদীর মধ্য থেকে ৫ টি ড্রেজার জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে মো.ইলিয়াস মিয়া নামে এক ড্রেজার চালককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ড্রেজার চালককে ৯৩ হাজার ৭শত টাকা জরিমানা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাইখা সুলতানা।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাছুম বলেন,’আমরা এর আগেও অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে।

Leave a reply

Minimum length: 20 characters ::