গোপালগঞ্জের হামলার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ

গোপালগঞ্জের হামলার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ

 

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লিংক রোড, ঈদগাঁও ও আশপাশের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং রাস্তায় বসে তারা এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক বাস ও ব্যক্তিগত যানবাহন মাঝপথে আটকা পড়ে যায়।

আন্দোলনকারীরা জানান, সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়েই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে বলে জানান তারা।

Leave a reply

Minimum length: 20 characters ::