বুটেক্সে ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন

বুটেক্সে ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন

মোঃ আলী মোর্তজা, বুটেক্স প্রতিনিধি:বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ২৬ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া হয়।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা খাতে— মোট ২৭ কোটি ১৯ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ৫১ শতাংশ। গত অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বেতন ও ভাতাদি খাতে বরাদ্দ ছিল ২২ কোটি ৯৩ লাখ টাকা, যা ছিল বাজেটের প্রায় ৫৭ শতাংশ।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ছিল ১ কোটি ৮০ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা সামান্য বাড়িয়ে ১ কোটি ৯৩ লাখ টাকা করা হয়েছে, যা মোট বাজেটের মাত্র ৩ দশমিক ৬ শতাংশ।

গবেষণায় বাজেটের বরাদ্দ তুলনামূলক কম কি না—এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, গবেষণার জন্য আমরা যে টাকা পাই তা যথেষ্ট। গত বছরের তুলনায় এ বছর গবেষণায় বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। বিগত বছরগুলোতে দেখা গেছে, বরাদ্দের পুরো টাকা ব্যয় করা হতো না, তাই ইউজিসি বরাদ্দ বাড়াতে অনাগ্রহী।

তাছাড়া এখানে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। সম্প্রতি কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সামনে আরও নিয়োগ দেওয়া হবে। আমাদের জনবল ও অবকাঠামো বাড়াতে হবে তাহলেই বরাদ্দ বাড়বে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ইউজিসির বাজেট নয়, আলাদা উন্নয়ন প্রকল্প আনতে হবে। আমরা সেই চেষ্টাও করছি। সবাইকে একসাথে কাজ করতে হবে। আশা করি সামনে বাজেট বরাদ্দ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের বাজেট বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। সরকারের এই সীমিত সম্পদ দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::