মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযান

মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযান
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার দরগাহ শরীফ সংলগ্ন হযরত শাহ মাদার (র.) দরগাহ শরীফ এতিমখানাতে এ অভিযান পরিচালনা করেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।দুদকের টিম এতিমখানার মোহতামিম মো. আল-আমীনসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করে। অভিযানে এতিমদের জন্য প্রাপ্ত সরকারি বরাদ্দ, ছাত্রসংখ্যা এবং আর্থিক লেনদেনের তথ্য যাচাই-বাছাই করা হয়।
দুদক সূত্র জানায়, ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয় বছরে সরকারি হিসাবে ১৪৫ জন এতিম শিশুর জন্য মাসে ২ হাজার টাকা হারে প্রায় ২ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাস্তবে এতিমখানায় মাত্র ৪০ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
এছাড়া এতিমখানার সুপার মো. আল-আমীনের বিরুদ্ধে ৪৭ লাখ টাকার এফডি (স্থায়ী আমানত) জাল স্বাক্ষরের মাধ্যমে উত্তোলনের অভিযোগ উঠেছে। এমনকি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দায়িত্বহীনতার বিষয়েও প্রশ্ন তুলেছেন দুদক কর্মকর্তারা।
দুদক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::