কেরানীগঞ্জে থানায় সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে কুয়েতপ্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

কেরানীগঞ্জে থানায় সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে কুয়েতপ্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা
শাহিন আহমেদ, নিজস্ব প্রতিবেদক: দক্ষিন কেরানীগঞ্জে মোবাইল চুরির ঘটনায় সালিশি বৈঠক শেষে থানা থেকে বাড়ি ফেরার সময় তাইজুল ইসলাম (৬০) নামে এক কুয়েত প্রবাসীকে হত্যা করেছেন দুর্বৃত্তরা।  গত সোমবার রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের ঝিলমিল আবাসিক এলাকার রাস্তার পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাইজুল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিমদি ঝালখোলা এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তার পাশে পড়ে থাকা মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের স্বজনরা জানান, তাজুল ইসলামের মেয়ের জামাই সবুজের দুটি মোবাইল ফোন চুরি হওয়ার পর চোর সন্দেহে দুজন রাজমিস্ত্রিকে থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা শেষে থানা থেকে বাড়ি ফেরার পথে তাজুল ইসলাম নিখোঁজ হয়। তাইজুল ইসলাম দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে কুয়েত প্রবাসী,সে ছুটিতে দেশে এসেছে।এই  জুলাই  মাসের ২৬ তারিখে আবার কুয়েত চলে যাবে। যারাই হত্যার সাথে জড়িত তাদের বিচারে দাবী জানাচ্ছি।

Leave a reply

Minimum length: 20 characters ::