মাদারীপুরের শিবচরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু

মাদারীপুরের শিবচরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু
প্রণব কুমার সাহা, স্টাফ রিপোর্টার: মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে সংস্কার করা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। পাচ্চর এলাকার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা ড্রেনের কারণে চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এবং ঘটছিল ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয়দের মতে, বহুদিন ধরে এলাকাবাসী এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
এমন দুরবস্থার প্রেক্ষাপটে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ এবং মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাসি সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।
শিবচর উপজেলা যুবদল ও ছাত্রদলের সহযোগিতায় সম্পন্ন হয় এই সংস্কার কার্যক্রম।
এই ব্যাপারে শিবচর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মুন্সী বলেন, শিবচর বাসীর নয়নের মনি জননেতা সাজ্জাত হোসেন সিদ্দিকী লাবলু ভাইয়ের নিজেস্ব অর্থায়নে ও তার দিক নির্দেশনায় আমরা শিবচর উপজেলা যুবদল ও ছাত্রদল এই কার্যক্রম জনদূর্ভোগ এড়ানোর জন্য কাজ করছি সর্বদা কাজ করবো ইনশাআল্লাহ।
স্থানীয় এক ব্যক্তি জব্বার মিয়া বলেন,আমরা এই সড়ক দিয়ে যাতায়াত করি এই রাস্তা টা ভাংগা ছিলো সরকারী লোকজন যাইতো আইতো কেউ কোন কেয়ার নেয় নাই। আমাদের শিবচর থানার লাভলু সিদ্দিকী ভাই এই জনস্বার্থে এই কাজটা করে দিছে আমাদের খুব ড্রাইভার যারা আছে তাদের খুব উপকার হইছে ভালো হইছে এবং আমরা চাই আগামীতে নির্বাচনের সময় লাবলু ভাইকে কার্ড দেয়া হোক এবং সে এমপি হইলে এ দেশের জনগণের কাজ হবে এবং এই দেশের জনগণ ভালো থাকবে।
পাশাপাশি স্থানীয়ভাবে পরিচিত এই নেতা শুধু রাজনীতির মাঠেই নয়, সামাজিক উন্নয়নমূলক কাজেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বলে জানান এলাকাবাসী।

Leave a reply

Minimum length: 20 characters ::