চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এই তথ্য জানান।
তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার শিবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় ৪ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫৫) কে গ্রেপ্তার করা হয়।
একই দিন মতলব দক্ষিণ উপজেলার করবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. মোমিন মিজি (৩৮) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন।
অপরদিকে একই দিন সদর উপজেলার মাদ্রাসা রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি হাবিবুর রহমান পাটওয়ারী (২৩) ও ফরহাদ মিজি (২৪) কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০পিস ইয়াবা ট্যাবলেট।
উদ্ধারকৃত মাদক, মোবাইল ফোন এবং গ্রেপ্তার কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::