মাদারীপুরের শিবচরে কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

মাদারীপুরের শিবচরে কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: মাদারীপুরের শিবচর উপজেলার নয়টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (১২ মে) বিকাল সাড়ে পাঁচটা সময়ে সাবেক সংসদ সদস্য নাভিলা চৌধুরীর বাড়ির মাঠ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কমিটি গঠনের দলনেতা এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও কমিটি গঠনের সদস্য এ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতী, মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও কমিটি গঠনের সদস্য সাবেক ভিপি মোঃ ছোরোয়ার হোসেন। এই মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং নয়টি ইউনিয়ন যেমন- উমেদপুর, কাদিরপুর, দ্বিতীয়খন্ড, বন্দরখোলা, মাদবরেরচর, চরজানাজাত, কাঁঠালবাড়ি, দত্তপাড়া ও বাশকান্দি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।

Leave a reply

Minimum length: 20 characters ::