হাজারো মানুষের জানাযার মধ্যে দিয়ে বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ

হাজারো মানুষের জানাযার মধ্যে দিয়ে বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ
স্টাফ রিপোর্টার: হাজারো মানুষের জানাযার মধ্যে দিয়ে বিদায় নিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ । মঙ্গলবার বাদ আছর শিবচরের মাদবরেরচর এলাকায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানা যায়, গত সোমবার (৫ মে) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান সিরাজ (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিরাজ হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরেরচর ইউনিয়নের  সন্তান।ছাত্র রাজনীতির হাত ধরে তিনি রাজনীতিতে যোগদান করেন। দীর্ঘ বছর ধরে রাজনীতির সাথে একাট্টা নীতি ও নৈতিকতার সাথে সংগ্রাম করে আওয়ামী লীগের বলিয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছিলেন বর্ষীয়ান এই নেতা।

Leave a reply

Minimum length: 20 characters ::