মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
প্রণব কুমার সাহা, সটাফ রিপোর্টার:মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি আদালত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান ও আইনি সেবা প্রদান করায় দুজন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। ফৌজদারি মামলার বিষয়ে অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও দেওয়ানী বিষয়ে শিলা রানী বণিককে সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও সেরা আইন সহায়তা প্রতিষ্ঠান হিসেবে মাদারীপুর লিগ্যাল অ্যাসোসিয়েশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ এ. এম. রেজা জাকের, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হান্নান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোহাম্মদ হাবিবুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমদাদুল হক খান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাবেয়া বেগম। এ সময় উপস্থিত ছিলেন বিচারকরা, আইনজীবীরা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

Leave a reply

Minimum length: 20 characters ::