সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ কমিটির বিরুদ্ধে মিথ্যা অ-পপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ কমিটির বিরুদ্ধে মিথ্যা অ-পপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ নবগঠিত কমিটির বিরুদ্ধে মিথ্যা আপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সলঙ্গা বাজারের শরিফ মেডিক্যাল হলে অলিদহ কেন্দ্রীয় জুম্মা মসজিদের বৈধ
নিয়োগ প্রাপ্ত মোতাওয়াল্লী ও কমিটি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ওয়াকফ বোর্ডের নিয়োগ পাপ্ত মোতাওয়াল্লী সানোয়ার হোসেন বলেন, আমার দাদা ২৭ বিঘা সম্পত্তি মসজিদে দান করে মোতাওয়াল্লী হন দির্ঘদিন মসজিদে মোতাওয়াল্লী থাকা অবস্থায় মসজিদের বিভিন্ন উন্নায়ন মূলক কাজ করেন, তিনি মারা যাওয়ার পরে আমার বড় ভাই আলহাজ্ব সাইফুল ইসলাম দায়িত্ব পালন কালে দোতালা ভবন মসজিদ নির্মান করেন।

হঠাত ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম নিতি না মেনে একক ভাবে, আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদের দোসর কবির বিন আনোয়ারের মামা শোশুর কাওসার উজ্জামান সোহেল কে সাধারন সম্পাদক ও সেরাজুস সালেকিন কে সভাপতি করে ৩১ সদস্যের একটি কমিটি গঠন করেন

তার পর থেকেই মসজিদ ফান্ডের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে এবং মসজিদের নামে থাকা পুকুরের ইজারাকৃত ৫১ লক্ষ ও সংস্কারের নামে পুকুরের মাটি
বিক্রির ৪০ লক্ষ টাকাসহ মোট ৯১ লক্ষ টাকা আত্মসাত করে রামকৃষ্ণ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সেরাজুস সালেকিন ও কাওসার উজ্জামান সোহেল মিলে।

তিনি আরো বলেন, আমার বাবার ২৭ বিঘা সম্পত্তি মসজিদে দান করার প্রেক্ষিতে ওয়াকফ বোর্ড আবেদন করি তার পরে চুলছেড়া বিস্লেশন করে ৪৭ ধারা শর্ত সংচিলিষ্ট হওয়ায় আমি মোঃ সানোয়ার হোসেন কে মোতাওয়াল্লী করে ১১ সদস্য কার্যনির্বাহি কমিটি সদস্য তালিকা করে উল্লাপাড়া উপজেলা নির্বাহি মহাদয়কে সভাপতি করে একটি কমিটি অনুমোদন দেন। সেই পেক্ষিতে কাওসার উজ্জামানের অনুমোদন বিহীন কিছু লোকজন নিয়ে ওয়াকফ প্রশাসনের ও মোতাওয়াল্লী সানোয়ার হোসের বিরুদ্ধে বেআইনি ভাবে মানববন্ধন করে এবং মিথ্যা বক্তব্য প্রধান করেন যা দেশদ্রোহীতার সামিল এবিষয়ে অলিদহ গ্রামের সচেতন লোকজন আওয়ামী লীগের দোষর সেরাজুস সালেকিন ও কাওসার উজ্জামানের কঠিন বিচার ও শাস্তির দাবি জানিয়েছে সেই সাথে মিথ্যা আপপ্রচার ও বেআইনি ভাবে মানববন্ধন
করায় নিন্দা ও দিক্কার ও প্রতিবাদ জানায়। এসময় উক্ত
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির মোতাওয়াল্লী ও সদস্যসহ স্থানীয় সাংবাদিক গন।

Leave a reply

Minimum length: 20 characters ::