রাজৈরে ৩ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

রাজৈরে ৩ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
স্টাফ রিপোর্টার: মাদারীপুরের রাজৈরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের সময়ে ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখার পাড় এলাকা হইতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে
২০১০ সালের মাটি ব্যবস্থাপনা আইন ৪ ধারা অব্যাহত রেখে এই অভিযান চালানো হয়। অভিযানে ড্রেজার চালকসহ মোট তিনজনকে আটক করা হয় এবং বালি উত্তোলনের সরঞ্জামাদি ও ৬ ইঞ্চি মোটা প্লাস্টিকের পাইপ কুপিয়ে নষ্ট করা হয় ।আটককৃতরা হলেন শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের মৃত আজাহার ফকির ছেলে ঠান্ডু ফকির, পিরোজপুর জেলার বলেশ্বর জিয়া নগর এলাকার কামাল হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার,চর জানাযাতপুর এলাকার খোকন মাতব্বরের ছেলে রাকিব মাতব্বর । আরও ২ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটকৃত আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::