পারভেজ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের মানববন্ধন

পারভেজ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের মানববন্ধন

বাঙলা কলেজ প্রতিনিধি: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।

আজ সোমবার (২১শে এপ্রিল) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করেন সংগঠনটির কলেজ শাখার নেতৃবৃন্দ। কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ।
পরে একে একে বক্তব্য রাখেন ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক নিরব আহমেদ, রিয়াজুল ইসলাম ও বাপ্পি দেওয়ান। এ সময় আরও বক্তব্য রাখেন বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজা এবং আহ্বায়ক মোখলেসুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।

বক্তব্য শেষে নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য, বিগত ১৯শে এপ্রিল (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ।

Leave a reply

Minimum length: 20 characters ::