সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শেখ মাহবুব (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ।
তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত রাত সোয়া ১১ টার দিকে র‌্যাবের সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার ধোপাকান্দি রিফা বেকারীর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী,মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে আবুল কালাম ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

Leave a reply

Minimum length: 20 characters ::