দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে পড়েছেন মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান । তিনি গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাজৈর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন । যোগদান করেই প্রথমে থানাকে দালাল মুক্ত, মাদকমুক্ত করেন । অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি নেওয়ার কথা বলে মানুষের সাথে যেসব দালাল প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন (ওসি) মোহাম্মদ মাসুদ খান । এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৭ মার্চ) বন্দরনগরী টেকেরহাটে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে রাজৈরের সর্বস্তরের ব্যানারে ভাড়া করা অল্প কিছু মহিলা।
এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদক ও দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে আমাকে যদি বদলী হয়ে চলে যেতে হয় এতে আমার কোন আফসোস নেই। আমার ব্যাগ সব সময়ে গোছানোই থাকে।

Leave a reply

Minimum length: 20 characters ::