প্রণব কুমার সাহা, স্টাফ রিপোর্টার :মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামানের (বিপিএম) নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলেছে একটি প্রতারক চক্র। বিভিন্ন জনের কাছে মোটা অংকের টাকা চাচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। এ সময় কাউকে টাকা পয়সা না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
যাচাই করে দেখা গেছে, প্রতারক চক্রের একটি বাংলালিংক নম্বর হোয়াটসঅ্যাপে সেইভ করলেই বর্তমান মাদারীপুর জেলা পুলিশ সুপার সাইফুজ্জামানের ছবি ওই একাউন্টের প্রোফাইলে দেখা যায় এবং প্রোফাইলে প্রবেশ করলে নম্বরের নিচে ‘Saifuzzaman S.p Madaripur’ ইংরেজিতে এই লেখাটি লক্ষ্য করা যায়। প্রতারক চক্রের সেই নম্বরটি হলো ০১৯৬৩৪৮৪৭৫২।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান , সকালে আমাকে একজন জানিয়েছেন। বিষয়টি জানতে পেরে নিজের ফেসবুক আইডি ও জেলা পুলিশ মাদারীপুর ফেসবুক পেইজে পোস্ট করে সকলকে সতর্ক করেছি। কেউ যেন প্রতারকদের ফাঁদে পড়ে টাকা পয়সা না দেয়। শুধু আমিই না, আমাকে অন্যান্য জেলার কয়েকজন এসপি ফোন করে জানিয়েছেন তাদের নামেও নাকি একইভাবে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতারকদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ একটা ভুয়া রেজিষ্ট্রেশনকৃত সিম দিয়ে একাউন্ট খোলা। তাই সঠিক এড্রেস পাওয়া যাচ্ছে না। তবে চেষ্টা চলমান আছে। যদি এই প্রতারক চক্রকে ধরতে পারি তাহলে সবার সামনে তাদের মুখোশ উন্মোচন করবো।