সৈয়দপুরে ৫ লাখ টাকার হেরোইন  ও টাপেন্টাডল সহ ২ জন আটক

সৈয়দপুরে ৫ লাখ টাকার হেরোইন   ও টাপেন্টাডল সহ ২ জন আটক
 শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুরে প্রায় ৫ লাখ টাকার হেরোইন ও ৩৫ পিস  টাপেন্টাডল সহ ২ মাদক বিক্রেতা আটক হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাতে র্্যাব ও ডিএনসি এর পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে একজন নারী ও অন্যজন যুবক।

আটক দুই জন হলো সৈয়দপুর শহরের চিনি মসজিদ সুপারীবাগান এলাকার খুরশিদের স্ত্রী আমেনা বেগম (৫২) ও হাতিখানা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোশেন (৩০)।
সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে র্্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর একটা দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা আমেনা বেগমকে তার বাড়ির সামনে থেকে আটক করে।
এসময় তার কাছে ১০৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার মূল্য প্রায় ৪ লাখ ৭২ হাজার টাকা। জিজ্ঞেসাবাদ শেষে সকালে র্্যাব মাদক মামলা দায়ের করে তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দুপুরে  নীলফামারী আদালতে পাঠানো  হয়েছে।
অন্যদিকে নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটা দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মনির হোশেন কে কাজীহাট মৃধাপাড়া এলাকা থেকে আটক করেছে। ডিএনসির উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে মামলা দিয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন এই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃতদের নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে আদালতে পাঠানো হয়েছে। (ছবি আছে)

Leave a reply

Minimum length: 20 characters ::