কেরানীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট

কেরানীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট
নিজস্ব প্রতিবেদক:ঢাকার  কেরানীগঞ্জের  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন করে ফসলি জমি  ভরাটের মহোৎসব চলছে। এতে করে  এলাকার দুই ও তিন ফসলি জমি ড্রেজারের মাধ্যমে ভরাটের ফলে কৃষি জমি বিলুপ্তির পথে।
আজ বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আব্দুলাপুরের করেরগাঁও এলাকায় গিয়ে দেখা যায়,ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট  করা হয়েছে। কুমলির বনে ৫০ থেকে দেড়শ ফুট গভীর গর্ত করে সিলিকা বালু তোলা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, উপরের প্রভাবশালী নেতার ছত্রছায়ায় আওয়ামীলীগের স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী জাহাঙ্গীরের তত্ত্ববোধানে এই অবৈধভাবে বালু উত্তলন করে ফসলি জমি ভরাট করা হচ্ছে।  গাজী জাহাঙ্গীর ও তার সহযোগী জহির, সাইফুল, সায়মনরা প্রভাবশালী হওয়া তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে স্থানীয় জনগণ ও কৃষকরা।
স্থানীয় কৃষক রাশেদ মিয়া জানান,অবৈধ বালু উত্তোলনের ফলে ধানি জমির মাটি নিচের দিকে নেমে যায়। জমি থেকে বালু তোলে, সরকারি কর্মকর্তা নাই, দেখেও না, চেকও করে না। প্রতিনিয়ত বালু তুলে ফেললে জমির ফসলো তো আর হবেই না। অভিযোগ করে করে পাহাড় বানিয়ে ফেলা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। প্রশাসন দেখেও না, আর কোনো গুরুত্বও নেই।
আওয়ামীলীগের স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী জাহাঙ্গীর বলেন, আমি আমার নিজস্ব জমি ভরাট করছি।এবিষয়ে আর কিছু বলতে ইচ্ছুক না।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, বালু উত্তোলন এবং ফসলী জমি ভরাট করা সম্পূর্ণ বে-আইনি।অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::