প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে বক্স কালভার্ট ও মুক্ত মঞ্চ উদ্বোধন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে ভাতার চেক বিতরণ এবং শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তার, স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজীব, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবু এহসান মিয়া, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নীহার রায়সহ আরো অনেকেই।
বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ৫ই আগস্টের পর দেশের বিভিন্নস্থানে ঠিকাদারগণ কাজে না আসা ও পলাতক থাকার কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেকটা ব্যাহত হচ্ছিল। প্রশাসনিক কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সাথে এ বিষয়গুলো মোকাবেলা করে বর্তমানে উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বাভাবিক রেখেছে। অচিরেই সারাদেশের চলমান সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সমাপ্ত হবে।