সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ ববিতে সিআরসি ফাউন্ডেশনের

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ ববিতে সিআরসি ফাউন্ডেশনের

ববি প্রতিনিধি: সংবিধানে প্রত্যেক নাগরিকেGর সুযোগ-সুবিধার সমতা নিশ্চিত করার কথা বলা হলেও শিশুদের বড় একটা অংশ ক্ষুধা, বৈষম্য, শিক্ষা-দীক্ষাসহ বিভিন্ন অন্যায্যতার স্বীকার হয়। সেই সকল সুবিধাবঞ্চিত পথ শিশুদের নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে Come for Road Child (CRC) Foundation বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার ও ঈদ বস্তু বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদিতে এই আয়োজন করা হয়। “থেকে একসাথে যুক্ত, করিব পৃথিবী পথ শিশু মুক্ত” স্লোগানটিকে সামনে রেখে করা এ্ই আয়োজনটিতে শহরের বিভিন্ন স্থান থেকে মোট ৫৫ জন সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহন করেন।এসময় অংশগ্রহণকারী সুবিধাবঞ্চিত শিশুদের চোখে মুখে নতুন কাপড় পাওয়ার উচ্ছাস ফুটে উঠে।

সিআরসির প্রধান উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমরা মানবিক জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যাতে এই মাছুম বাচ্চাগুলাও আমাদের ঈদের ভাগিদার হয়ে ওঠে। তাদের এই হাসিমাখা মুখটাই আমাদের চাওয়া। এই হাসিগুলোই আমাদের ঈদ। আমি দোয়া করি সিআরসি এভাবে আরো বহুদূর এগিয়ে যাক। আমি সর্বদা চেষ্টা করবো পাশে থাকার।

এছাড়া অন্যান্য বক্তারা বলেন, আজ সিআরসির বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনের মাধ্যমেই মূলত আমরা আমাদের ঈদের প্রকৃত আনন্দ পাচ্ছি। এটাই মূলত ঈদের প্রকৃত অর্থ। এই যে আনন্দ মাখা মুখগুলো এইটা যেনো নিজেকে আরো গর্বিত করে তুলছে। এভাবে সবার অধিকার গুলো নিশ্চিত করা হোক আর আনন্দগুলো ভাগাভাগি হোক।

মোঃ রিফাত খানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির জিওয়োলজি এন্ড মাইনিং ডিপার্টমেন্ট ডিন দিমান কুমার রায়সহ সয়েল, ম্যাথ ও বিভিন্ন ডিপার্টমেন্ট এর সম্মানিত শিক্ষকমণ্ডলী।

Leave a reply

Minimum length: 20 characters ::