মেহেরপুরে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার-১

মেহেরপুরে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার-১
মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে আশারুল হককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ), দুপুরের দিকে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর পূর্বে গত শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত’র বিরুদ্ধে গাংনী থানায় যৌন নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ তার পিতা করমদী গ্রামের কাজীপাড়ার আশারুল হক তাকে গত ২৯ ফেব্রুয়ারি রাত ২ টার দিকে জোর পূর্বক যৌন নির্যাতন করে এবং শয়নকক্ষে সপ্তাহখানেক আটকিয়ে রাখে। পরে ভুক্তভোগী যৌন নির্যাতনের বিষয়টি তার মাকে জানিয়ে সে তার স্বামীর কাছে রাজধানী ঢাকায় চলে যায়। এরপর গত ১৪ মার্চ ফিরে এসে গাংনী থানায় একটি মামলা দায়ের করে।
মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌন নির্যাতনের ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারী। যার মামলা নং-১৭ তারিখ-১৪/০৩/২৫ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) এর সংক্রান্ত।

Leave a reply

Minimum length: 20 characters ::