মাদারীপুরে ৩ জনকে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

মাদারীপুরে ৩ জনকে হত্যা: প্রধান আসামি গ্রেফতার
মাদারীপুর জেলা প্রতিনিধি: অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার এবং পুরানো শত্রুতার জের ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামে দুই ভাইসহ তিনজনকে হত্যার ঘটনার প্রধান আসামি হোসেন সরদার (৬০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১২ মার্চ) সকালে ঢাকার আশুলিয়া থানার চিত্রাশাইল এলাকার কাঁঠালতলা জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ মাদারীপুর ও র‍্যাব-৪ মিরপুর ক্যাম্পের একটি দল। দুপুরে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার হোসেন খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে। গ্রেপ্তারকৃত
আসামীকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ গ্রেপ্তার হোসেন সরদারের নেতৃত্বে এজাহারনামীয় ৪৯ জন এবং অজ্ঞাতনামা ৮০-৯০ জন আসামি পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় সাইফুল ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশনায় অন্য আসামিরা মসজিদে ঢুকে সাইফুল সরদার (৩৫) ও তার ভাই আতাউর সরদারকে (৪০) কুপিয়ে হত্যা করে। পাশাপাশি আরও কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় চাচাতো ভাই পলাশ সরদার (১৫) মারা যান।  ওইদিন রাতে নিহত সাইফুলের মা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::