কুবির ‘ল ক্লিনিক’ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কুবির ‘ল ক্লিনিক’ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা
হাকিম বাপ্পি,কুবিঃকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন ‘ল ক্লিনিক’–এর ৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
এতে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে একই বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন হৃদয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ইদ্রীস খান রিমন।
এছাড়াও কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছে বায়েজিদ হোসেন, নুরুল হাকিম বাপ্পি এবং মোঃ ইয়াসিন আরফাত।
এই ব্যাপারে নব-নির্বাচিত ভিপি ইব্রাহিম তালুকদার বলেন,’ আইন বিভাগ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের একটি প্রত্যাশা জায়গা ছিল ‘ল ক্লিনিক’ প্রতিষ্ঠা করে ক্লিনিকের কার্যক্রম সচল রাখা। একটু দেরিতে হলেও আইন বিভাগ প্রতিষ্ঠার নয় বছরের মাথায় আমরা ল ক্লিনিকের কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। এখন ‘ল ক্লিনিক’ এর মাধ্যমে আইনের শিক্ষার্থীরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে থিউরিটিক্যাল আইনকে প্র্যাকটিক্যাল ভাবে জানার সুযোগ হবে। উক্ত ক্লিনিকের মাধ্যমে মুট কোর্ট, ডিবেটিং ক্লাব, স্পোর্টস এবং কালচারাল ক্লাবের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে। নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে পারবে।’
আইন বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক সোহরাব হোসেন জানান,’ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজকে ল ক্লিনিকের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এট আমাদের বিভাগের জন্য আনন্দের সংবাদ। আমি আশা করি ‘ল ক্লিনিক’ শিক্ষার্থীদের অধিকার নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করে যাবে। আইন বিভাগ সবসময় ল ক্লিনিকের পাশে থাকবে।’

Leave a reply

Minimum length: 20 characters ::