মাদারীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মাদারীপুর জেলা প্রতিনিধি: দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: ইয়াসমিন আক্তার এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী এর সঞ্চালনায় এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা পিপিএম।
এছাড়াও পাঁচ উপজেলার ইউএনওবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবু এহসান মিয়া, মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অপরদিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ  ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময়ে শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসানসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

Leave a reply

Minimum length: 20 characters ::