চকরিয়ার বদরখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই

চকরিয়ার বদরখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ইউনিয়ন ব্যাংকের পেছনের লেন, মাছ বাজারের দক্ষিণ লাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং তানিয়া স্টোরসহ ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। স্থানীয়দের চেষ্টার পাশাপাশি খবর পেয়ে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ ১ ঘণ্টা ৪০ মিনিটের প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার বিষয়ে বদরখালী সমবায় সমিতির সাবেক সভাপতি আলী মোহাম্মদ কাজল বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা প্রশাসনের কাছে দ্রুত সহায়তার আবেদন জানাচ্ছি, যাতে ক্ষতিগ্রস্তরা পুনরায় তাদের ব্যবসা চালু করতে পারেন।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবুল, যার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, বলেন, “সকালে খবর পেয়ে ছুটে আসি, কিন্তু ততক্ষণে সব শেষ। আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব বুঝতে পারছি না।”

একইভাবে ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী জুনাইদ, যার সুতার দোকান পুড়ে গেছে, বলেন, “আমি জীবনের সব সঞ্চয় দিয়ে এই দোকান চালাতাম। আগুনে সব শেষ হয়ে গেল। আমার এখন পথে বসার অবস্থা। সরকারের কাছে সহায়তা চাই।”

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::