মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে মসজিদে ঢুকে দুই ভাইসহ ৩ জনকে হত্যার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৯ মার্চ) সকালে নিহত দুই ভাইয়ের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নিহত দুই ভাই হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার (অলিল)। অপর নিহতের নাম পলাশ সরদার (৩৫)। তিনি মুজাম সরদারের ছেলে। পলাশ সরদার সম্পর্কে একই বংশের চাচাতো ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার হোসেন সরদার ও শাজাহান খানের সাথে। এরই জেরে শনিবার (৮ মার্চ) সকালে হোসেন সরদার ও শাজাহান খানের লোকজন সাইফুলের বাড়িতে হামলা চালায়৷ একপর্যায়ে বাড়ি সংলগ্ন জামে মসজিদে আশ্রয় নেন সাইফুল, বড়ভাই আতাউর ও অলিলসহ কয়েকজন৷ প্রতিপক্ষ মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করে সাইফুল ও তার বড়ভাই আতাউর সরদারকে। আহত হয় অন্তত ৩ জন। তাদেরকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে পলাশ সরদার মারা যান৷
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।