শাহরাস্তিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবাসয়ীর অর্থদন্ড

শাহরাস্তিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবাসয়ীর অর্থদন্ড
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মরা গরু জবাই করে মাংস বিক্রি করার দায়ে মো. হেলাল উদ্দিন (২৮) নামে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

অর্থদন্ড প্রাপ্ত ওই ব্যবসায়ী রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ওই এলাকার বেরনাইয়া বাজারে মাংসের ব্যবসা করেন।

ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন। তিনি আর ভবিষ্যতে এরকম অপরাধ করবে না বলে অঙ্গীকার প্রদান। তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে আনা মরা গরুর মাংস গুলো জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও  এলাকাবাসীর সহযোগিতা মাটি চাপা দেয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে কেউ এ ধরণের অপরাধে লীপ্ত হবেন না। সকলকে সতর্ক করে দেন এই কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমান এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল।

Leave a reply

Minimum length: 20 characters ::