বগুড়ায় ভুয়া পুলিশ গ্রেফতার

বগুড়ায় ভুয়া পুলিশ গ্রেফতার
আল ইমরান, বগুড়া: বগুড়া শহরের চেলোপাড়া এলাকা থেকে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নারুলী পুলিশ ফাঁড়ি।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জাকারিয়া সরকার (পিতা: আশরাফুল ইসলাম)। তিনি গাইবান্ধার পলাশবাড়ি থানার প্রজাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে নারুলী পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, “গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন অসৎ কার্যকলাপে লিপ্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বান, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িতে জানানোর জন্য।

Leave a reply

Minimum length: 20 characters ::