শেরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মোঃ নমশের আলম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার চান মিয়া নকলা উপজেলার পাইস্কা গ্রামের আবেদ আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ভুক্তভোগী ৬ বছর বয়সী শিশুটি একটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় বৃদ্ধ চান মিয়া অবুঝ শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দৌড়ে পালিয়ে যায় ধর্ষক চান মিয়া। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে রাতেই চান মিয়াকে গ্রেপ্তার করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মামলার পর ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি চান মিয়াকে রবিবার সকালে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::