পথশিশু সহ রেলযাত্রীর জন্য কুষ্টিয়া সংকল্প’র ইফতার কর্মসূচি

পথশিশু সহ রেলযাত্রীর জন্য কুষ্টিয়া সংকল্প’র ইফতার কর্মসূচি

ওয়াসিফুর রহমান, কুষ্টিয়া: রেল যাত্রী, ফেরিওয়ালা ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে কুষ্টিয়া জেলার সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংঘ সংকল্প যুব সংগঠন। শুক্রবার (৭ মার্চ) বিকেলে কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা।

এসময় বিকেল সাড়ে ৫ টায় কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামলে ৪’শতাধিক যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করে। পরে একই স্থানে পথচারী শিশু, অসহায় ভিক্ষুক ও ফেরিওয়ালাদের সাথে নিয়ে ইফতার করেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।

সংগঠনের সদস্যরা বলেন, ইফতারের ঠিক আগ মূহুর্তে প্রতিদিন একটি যাত্রীবাহী লোকাল ট্রেন কুষ্টিয়া হয়ে রাজশাহী যায়। তন্মধ্যে অধিকাংশ যাত্রী পানি বা হাল্কা খাবার খেয়েই ইফতার করে দীর্ঘ পথ পাড়ি দেন। তাদের কথা বিবেচনায় আমরা একদিনের জন্য ইফতার হিসেবে বিরিয়ানি বিতরণের উদ্যোগ নিয়েছি।

এছাড়াও তারা বলেন, ট্রেন স্টেশনের আশেপাশে অনেক পথশিশু, ভিক্ষুক ও ফেরিওয়ালা রয়েছে যাদের ঠিক মতো খাবার জোটে না। তাদেরকে সাথে নিয়ে আমরা ইফতার করার চেষ্টা করেছি।

Leave a reply

Minimum length: 20 characters ::