ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল

ওয়াসিফুর রহমান, ইবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মনজুরুল হক।

বুধবার (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়াও জনাব এইচ, এম, আলী হাসান কে তাঁর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে আজ অপরাহ্ন হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূলপদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining