ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হল এর নাম পরিবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হল এর নাম পরিবর্তন

ওয়াসিফুর রহমান, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন আবাসিক হল ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা-প্রতিষ্ঠানের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনা-প্রতিষ্ঠানের নাম গত ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভার ৬ নং প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হল ‘এখন জুলাই’, ৩৬ হল, শেখ রাসেল হল ‘এখন শহীদ আনাছ হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এখন ‘শাহ আজিজুর রহমান হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল এখন ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন এখন থেকে ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’ নামে পরিচিত হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::