সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ইউজিসি’র নাম আহবান

সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ইউজিসি’র নাম আহবান

বাঙলা কলেজ প্রতিনিধি: পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ বিশ্বদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সম্প্রতি সাত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব বিষয়ে একটি অফিস নোট অনুমোদন করে ইউজিসি।

অফিস নোটে উল্লেখ করা হয়েছে “একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সর্বসাধারণের নিকট প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করা হচ্ছে। পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে info@ugc.gov.bd (ই-মেইল আইডিতে) নাম প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে” ।

উল্লেখ্য, কলেজসমূহ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

Leave a reply

Minimum length: 20 characters ::