শিবচরে সাংবাদিক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী’র ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন

শিবচরে সাংবাদিক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী’র ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি:সাংবাদিক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী’র ২৫ তম মৃত্যুবার্ষিকী রবিবার (১৬ই ফেব্রুয়ারি) শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে । বাদ জোহর মরহুমের বাড়িসহ বিভিন্ন মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গরিব, দুঃখী, অসহায় মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয় হয়। খাবার বিতরণ করেন মরহুমের বড় ছেলে মাদারীপুর-১ আসনের বিএনপি’র সাবেক মনোনীত প্রাথী ও মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) সহ তার পরিবারবর্গ।
উল্লেখ্য, মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী ১৯২৩ সালের ৫ই ফেব্রুয়ারি তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলায় শিবচর থানাধীন বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী দৈনিক ইত্তেফাক এর ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক মিল্লাত-এর সম্পাদক, ডেইলী নিউ নেশন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন । পরে দৈনিক ইত্তেফাক-এর প্রকাশক হিসেবে কর্মরত ছিলেন । মরহুম মোতাহার হোসেন সিদ্দিকী ১৯৯৯ সালের ১৬ ই ফেব্রুয়ারি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::